বগুড়া সদর উপজেলা
বগুড়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে আমজাদ হোসেন মিন্টু সভাপতি নির্বাচিত

বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নির্বাচনে আমজাদ হোসেন মিন্টু সভাপতি ও জেএম রউফ সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ জুলাই) বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। বগুড়া সাংবাদিক ইউনিয়নের মোট ৬৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৬ জন ভোটার। সাংবাদিক ইউনিয়নের ৮টি পদে ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল আযম কমল ফলাফল ঘোষণা করেন।
এ সময় তিনি জানান, সহ-সভাপতি পদে নির্বাচন হলেও একজন প্রার্থীর অভিযোগের কারণে নির্বাচনের ওই পদে ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
অন্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন, যুগ্ম সম্পাদক পদে সবুর আল মামুন, কোষাধ্যক্ষ পদে প্রবীর মহন্ত, সদস্য পদে তানসেন আলম, কমলেশ মোহন্ত সানু ও চপল সাহা।
ইত্তেফাক