উপজেলাধুনট উপজেলাশেরপুর উপজেলা

ঢাকা-বগুড়া মহাসড়কে রাস্তার দুপাশে জলাবদ্ধতার ভোগান্তি

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর ধুনটমোড়, হামছায়াপুর, শেরুয়াবটতলা অংশের দুই পার্শ্বে ড্রেন না করায় চলতি মৌসুমে সামান্য বৃষ্টি হওয়ায় সেসব স্থানে পানি নিষ্কাষণ হতে পারছে না। বাসস্ট্যান্ড পৌরসভার আওতায় থাকায় ড্রেন থাকলেও তা সংস্কার না করার ফলে রাস্তার দুই পার্শ্বে ময়লা আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি জমে চরম দুর্ভোগে পড়ছে জনগণ।

শেরুয়াবটতলা থেকে ধুনটমোড় এলাকা পর্যন্ত মহাসড়কের দুই পার্শ্বে গত কয়েক বছরপূর্বে রাস্তার দুপার্শ্বে কিছুটা খুঁড়ে দেওয়া হলেও তা যথেষ্ঠ ছিলনা। যার ফলে বর্তমানে এসব ড্রেনে ময়লায় ভর্তি হয়ে যাওয়ায় কোনভাবেই পানি নিষ্কাষণ সম্ভব হচ্ছে না।

এ ছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিজের উদ্যোগে ব্যবসায়ীরা তাদের মত করে ড্রেন করছে । আর তার পরেও অনেক জায়গায় ড্রেন করা হয়নি। আবার অনেকে মাটি ঢেলে ড্রেন বন্ধ করে দিয়েছে। বর্তমানে দেখা গেছে দুপার্শ্বের ড্রেনের পানি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত যেটুকু পানি হয়েছে সব পানিই ময়লা আর্বজনার কারণে ড্রেনের মধ্যে জমা হয়ে আছে।

ফলে ধুনটমোড়, হামছায়াপুর, শেরুয়াবটতলা, এলাকায় পানির মধ্যে থাকা ময়লা আবর্জনা পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। যার ফলে রাস্তার দুপার্শ্বে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এমন অবস্থায় এলাকাবাসী দাবি করেন রাস্তার দুই পার্শ্বে ড্রেন নির্মাণ করা হোক নইলে চলমান প্রবল বর্ষায় ওই খুঁড়ে দেওয়া ড্রেন দিয়ে পানি নিষ্কাষণ হওয়া একে বারেই সম্ভব হবেনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান বিভিন্ন জায়গায় পানি জলাবদ্ধতার কথা শুনেছি। অতি শীঘ্রই এর সমাধান করা হবে।

সুত্রঃ এবিএন

এই বিভাগের অন্য খবর

Back to top button