বগুড়ায় প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে
বগুড়ায় এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার কথিত প্রেমিক শেখ ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের সাতমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৪ জুলাই ইমনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন ওই কলেজছাত্রীর বাবা। গ্রেফতার ইমন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। সে নাটোরের বাগাতিপাড়ার বিল গোপালহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার বাবা বগুড়ায় চাকরি করেন। তবে পরিবারের অন্য সদস্যরা নাটোরে বসবাস করেন। পুলিশ জানায়, ওই কলেজছাত্রীর সঙ্গে ইমনের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে ওই ছাত্রী যোগাযোগ বন্ধ করে দেওয়ায় ইমন ক্ষিপ্ত হয়ে মেয়েটির ছবি আপত্তিকরভাবে এডিট করে ফেসবুক ও ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয়। ছাত্রীর বাবা অভিযোগ করেছেন, ৬ জুলাই বিষয়টি জানতে পান তিনি। একই দিনে তার স্ত্রীর কাছে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা চায় ইমন। টাকা না দেওয়ায় ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেয় সে। বগুড়া সদর থানার এসআই সোহেল রানা জানান, আলামত হিসেবে ইমনের পাঠানো আপত্তিকর ছবির ২৮টি স্ট্ক্রিনশট জব্দ করা হয়েছে।