বগুড়া সদর উপজেলা

উত্তরাঞ্চলের হাটগুলোতে কোরবানির পশুর বিপুল সরবরাহ

রাজশাহী ও বগুড়ার কোরবানির হাটগুলোতে যথেষ্ট সংখ্যক পশু পৌঁছেছে। এসব জেলার হাটগুলোতে আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলোও নিশ্চিত করা হয়েছে। রাজশাহীতে দেশী গরুর সরবরাহ কম। বিক্রেতাদের আনাগোনা শুরু হলেও ক্রেতার অভাবে এখনও হাটগুলো জমে ওঠেনি।

বগুড়ার প্রতিটি উপজেলায় গরুর খামার গড়ে উঠেছে। বগুড়া প্রাণিসম্পদ অধিদফতরের এক হিসাব, এই সংখ্যা সাড়ে ১৭ হাজারেরও বেশি। প্রায় ২ লাখ গরু পালন করা হচ্ছে। কোথাও দেশীয় গরুর সঙ্গে বিদেশী গরু আছে। সবচেয়ে বেশি খামার আছে সদর উপজেলায় ২ হাজার ৩শ’। যেখানে গরু মোটাতাজাকরণ হচ্ছে ৩০ হাজারেরও বেশি। সাবগ্রামের একটি খামারে দেশী গরুর সঙ্গে বিদেশী ব্রাহাম, শিবাবি, নেপালী ও দেশাল জাতের গরু আছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button