উপজেলাবগুড়া সদর উপজেলাশাজাহানপুর উপজেলা

টানা বৃষ্টিতে বগুড়ায় হাটবাজারে সবজির দাম বৃদ্ধি !

কয়েকদিনের ব্যবধানে বগুড়ার হাটবাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে সবজির দাম। কয়েকদিন আগে যে সবজির দাম ছিল প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা, তা বেড়ে এখন দ্বিগুণ হয়েছে।

বাজারে সবজির সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর কৃষকরা বলছেন, টানা বৃষ্টিতে জমিতে সবজি ফলন কমে গেছে।

বন্যার কারণে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১২ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এর মধ্যে এক হাজার হেক্টর সবজি। বন্যায় সবজি নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষায় উৎপাদন কমে গেছে।

পাইকারি ক্রেতারা বেশি দামেই সবজি কিনছে এ কারণে খুচরা বাজারে সবজির দাম বেশি বলে জানালেন পাইকারি ক্রেতারা।

জেলার বড় সবজির পাইকারি বাজার মহাস্থান, সুলতানগঞ্জ ও রাজাবাজারে প্রতি কেজি করলা ৪৫ টাকা পটল ৩০ টাকা, মূলা ২০ টাকা, বেগুন ৩০ টাকা, বরবটি ৪০ টাকা এবং কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

-মাজেদুর রহমান

এই বিভাগের অন্য খবর

Back to top button