বন্যায় বগুড়ায় ১২৩ কোটি টাকার ফসলের ক্ষতি!
যমুনা ও বাঙালি নদীর পানিতে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় এ পর্যন্ত ১২ হাজার ২৩০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে ওই তিন উপজেলার ৬২ হাজার কৃষক পরিবার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, রোববার পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২৩ কোটি।
তবে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত বাঙালি নদীর পানি লোকালয়ে ঢোকায় এবং দু’পাড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় আরও ফসলহানির আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে।
বগুড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস জানান, বন্যায় এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। আমনের বীজতলারও অনেক ক্ষতি হয়েছে। পানি ঢুকে পড়েছে ৭০ হেক্টর সবজি ও ১০ হেক্টর মরিচের ক্ষেতে।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা রোববার পর্যন্ত মন্ত্রণালয়ে যে প্রতিবেদন জমা দিয়েছি, তাতে টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২৩ কোটি টাকা। তবে এটা চূড়ান্ত নয়। আরও বাড়তে পারে।