বগুড়ায় শেরপুরে ছানাসহ ৭ বালিহাঁস উদ্ধারের পর অবমুক্ত
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে পাঁচটি ছানাসহ দুইটি বালিহাঁস উদ্ধার হয়েছে। শিকারিরা ফাঁদ পেতে ধরার পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বালিহাঁসগুলো। পরিবেশবাদী সংগঠন ‘স্বাধীন জীবনের’ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম জানান, গত ২০ জুলাই ফাঁদ পেতে কয়েকজন যুবক বালিহাঁসগুলো ধরে নিজ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় সোমবার দুপুরে অবমুক্ত করা হয়েছে। সেগুলো উদ্ধার করে স্থানীয় বিলের মধ্যে ছেড়ে দেয়া হয়। তিনি জানান, বর্ষার শুরু থেকেই ঝাঁকে ঝাঁকে রকমারী পাখির আগমন সবারই দৃষ্টি আর্কষণ করে। এই সুযোগে শিকারিরা ফাঁদ পেতে এসব শিকার করে থাকেন। আর এসব পাখিসহ এই অঞ্চলে জীববৈচিত্র্য রক্ষায় তার সংগঠন করছে বলেও দাবি করেন তিনি। এ সময় বেটখৈর দাখিল মাদ্রাসার শিক্ষক সোলায়মান আলী, সংগঠনের সদস্য ইখলাসুর রহমান, তাইজুল ইসলাম, মোসাম্মাৎ সাফিয়া, রঞ্জু মিয়া, রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডি প্রতিদিন/হিমেল