বগুড়া সদর উপজেলা

বগুড়া শহরের করতোয়া নদীতে থেকে স্কুলছাত্র সোহাগ হোসেনের (৮)

বগুড়া শহরের করতোয়া নদীতে থেকে স্কুলছাত্র সোহাগ হোসেনের (৮) লাশ উদ্ধার

সোমবার দুপুর ১টার গোসল করতে নামার পর পানির তোড়ে সে তলিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকাল ৪টার সময় চেলোপাড়া এলাকার করতোয়া ব্রিজের দক্ষিণে তার লাশ ভেসে ওঠে। মৃত সোহাগ শহরের উত্তর চেলোপাড়ার ভ্যান চালক আলমগীর হোসেনের ছেলে। সে স্থানীয় খাদিজা নার্সারী স্কুলের ২য় শ্রেণির ছাত্র।

সূত্র জানায়, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, সোহাগ তার সমবয়সী এক বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। পানি বেশি থাকায় নদীতে ডুবে গেলে তার বন্ধু বাড়িতে গিয়ে খবর দেয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজা শুরু করে। একপর্যায়ে প্রায় ৪ ঘন্টা পর বিকাল ৪টার সময় করতোয়া ব্রিজের দক্ষিণে মরদেহের সন্ধান পাওয়া যায়। ‘মরদেহ উদ্ধারের পর তার বাবা-মা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির মৃত্যু হয়েছে নিশ্চিত করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button