শাজাহানপুরে বৈদ্যুতিক তার, মোটর ও ট্রান্সফারসহ গ্রেফতার ৫

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ সোমবার রাত ৯ টায় জেলার শাজাহানপুর উপজেলার লতিফপুর কলোনী থেকে বিপুল পরিমান বৈদ্যুতিক তার ট্রান্সফরমার ,বৈদ্যুতিক মোটর সহ ৫জনকে গ্রেফতার করেছে। বগুড়া গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আছলাম আলী জানান গ্রেফকারকৃতদের মধ্যে ৩ জন ডাকাতি, খুন, অস্ত্র ও বিষ্ফোরক মামলার আসামী।
গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শাজাহানপুর উপজেলার চকদুলাহার গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোজাফ্ফর রহমান (৩০), শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়ার কাদের সরকারের ছেলে বকুল সরকার (৫২), বগুড়ার কাহালু উপজেলার দক্ষিন আখরাইল গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মোঃ মোস্তফা (৪০), গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের আশরাফুল আলমের ছেলে সোহেল রানা (২৮) ও বগুড়া সদরের এরুলিয়া এলাকার মৃত মোজাহার আলীর ছেলে আব্দুল হালিম (৫১)।
এদের মধ্যে মোজাফ্ফর রহমান, বকুল সরকার ও আব্দুল হালিমের বিরুদ্ধে ডাকাতি, খুন, অস্ত্র ও বিষ্ফোরক মামলার একাধিক মামলা আছে। বগুড়া গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, ১০ দিনের রিমান্ডের আবেদনসহ তাদের কোর্টে পাঠানো হয়েছে।