বগুড়া সদর উপজেলা

বগুড়ায় বন্যায় ফসলের ক্ষতি ১৩০ কোটি টাকা

বগুড়ায় এবারের বন্যায় যমুনা নদীর তীরবর্তী তিন উপজেলা সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটে শুধু ফসলের ক্ষতি হয়েছে ১৩০ কোটি টাকার উপরে। বাঙালি নদীতে পানি বাড়ায় এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, বন্যায় এখন পর্যন্ত ২৩ হাজার ৩০ হেক্টর জমির পাট, আউশ, মরিচ, আখ, আমনের বীজতলা, শাকসবজিসহ ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে বন্যার পানিতে পাট ভেসে গেছে ১০ হাজার ৫০০ হেক্টর জমির। এ পর্যন্ত ৬৬ হাজার ৬৩৫ কৃষক পরিবারের সব মিলিয়ে প্রায় ১৩০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বাঙালি নদীর পানিতে নতুন নতুন এলাকায় ফসল তলিয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এবার সর্বোচ্চ ক্ষতি হয়েছে সারিয়াকান্দি উপজেলায়। এখানে প্রায় ১৩ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানে জানা গেছে, বগুড়ার বন্যায় তিন উপজেলার ১০ হাজার ৫০০ হেক্টর জমির পাট ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ হাজার ২৫০ হেক্টর জমির আউশ ধান, ২ হাজার ১২০ হেক্টর জমির আমন বীজতলা, ১ হাজার ১৫ হেক্টর জমির শাক সবজি, ১৩৫ হেক্টর জমির মরিচ এবং ১০ হেক্টর জমির আখ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস জানান, বন্যার পানি নেমে গেলে কৃষি পুর্নবাসন কর্মসূচি গ্রহণ করে কৃষির এ ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। ছবি : প্রদীপ মোহন্ত

এই বিভাগের অন্য খবর

Back to top button