বগুড়ায় ‘বর্ষার পদাবলী’ নারীদের কবিতা পাঠের আসর
বৃষ্টি বাদল দিনে বগুড়ায় নারীদের বর্ষার কবিতা পাঠের আসর বসেছিল। এতে ১৫ জন নারী কবি অংশ নেন। বগুড়ার শিল্প সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘দোআঁশ’ এর আয়োজনে ৩য় বারের মতো বগুড়ায় অনুষ্ঠিত হয় ‘বর্ষার পদাবলী’ নামে ১৫ নারীর স্বরচিত কবিতা পাঠের আসর। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিনলায়তনে দোআঁশ সম্পাদক কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলাম। ‘বর্ষার পদাবলী’ কবিতা পাঠের আসরে অংশ নেন-এস এম সাথী বেগম, মনিরুন নাহার, মিতা নূর, মুন্নী ইয়াসমিন, সারমিন সীমা, চয়নিকা সাথী, অনন্যা গুপ্তা, রেহানা সুলতানা শিল্পী, কামরুন নাহার কুহেলী, রুবি রুমানা, আফসানা জাকিয়া, জাহানারা জামান, শুভ্রা সাহা, কুমকুম খাতুন এবং রোমানা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবারই প্রথম তিনটি বিষয়ে দোআঁশ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-কবিতায় দেলওয়ারা মিনা, নাটকে নিভা সরকার পূর্ণিমা এবং সাংবাদিকতায় হাফিজা সুলতানা বিনা।