উপজেলাগাবতলী উপজেলা

গাবতলীতে সড়কের বেহাল দশা, সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত!

গাবতলীতে: গোলাবাড়ি সড়কের বেহাল দশা । সড়কের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত । একটু বৃষ্টি হলে এগুলোতে পানি জমে, যে কোন সময় দুর্ঘটনাও ঘটতে পারে । অনেক সংকচের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে । ফলে সাধারন মানুষের যাতায়াতে পোহাতে হচ্ছে জনদূর্ভোগ ।

মানুষের চলাচলে ব্যাহত হচ্ছে, । এ বিষয়ে স্থানীয় জন প্রতিনিধিদের কোন হস্তক্ষেপ নেয় নি। এলাকা বাসীর প্রানের দাবি সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা।তাহলে ঘুচবে জনদূর্ভোগ, যোগাযোগব্যবস্থা আরও উন্নতি হবে ।

মোঃ হামিদুর রহমান (হিমেল)

এই বিভাগের অন্য খবর

Back to top button