বগুড়ায় সন্তানের লেখাপড়ার নামে বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা

সন্তানের লেখাপড়ার নামে বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে সৈয়দা ফারহা সোনিয়া সাথী (৩৩) নামে এক বিধবার বিরুদ্ধে। ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ বুধবার রাতে ৬০ বোতল ফেনসিডিলসহ সাথী ও মাদক সরবরাহকারী লালচাঁন রনিকে (২৩) গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করেছে।বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম পলাশ জানান,সৈয়দা ফারহা সোনিয়া সাথী দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার মৃত মমিনুল হক শহীদের স্ত্রী। কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর সাথী সন্তানদের লেখাপড়ার নামে বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণপাড়ার রওশন কামাল মিঠুর বাড়ি ভাড়া নেন। সাথী সন্তানের লেখাপড়ার আড়ালে মাদক ব্যবসা করছেন,তা বাড়ির মালিক কখনও বুঝতে পারেননি। কেউ বুঝতে পারেননি তিনি একজন মাদক ব্যবসায়ী। পরিদর্শক শফিকুল ইসলাম পলাশ জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঢুলিপাড়ার আয়নাল হকের ছেলে লালচাঁন রনি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ফেনসিডিল সংগ্রহ করে সাথীকে সরবরাহ করতেন।এরপর সাথী মোবাইল ফোনের মাধ্যমে সেই ফেনসিডিল খুচরা বিক্রি করে আসছিলেন। তিনি জানান,বুধবার রাত পৌনে ১০টার দিকে গোপনে খবর পেয়ে শহরের মালগ্রাম দক্ষিণপাড়ার রওশন কামাল মিঠুর ভাড়া দেয়া বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ৬০ পিস ফেনসিডিলসহ সৈয়দা ফারহা সোনিয়া সাথী ও তার পার্টনার লালচাঁন রনিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে তিনি জানান।