বগুড়ায় অর্ধশত ছাত্রীদের পেটানো পাষণ্ড শিক্ষক পলাতক
বুধবার সকালে বগুড়া ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের হাসান জাহিদ নামের একজন শিক্ষক ঘটিয়েছেন ন্যক্কারজনক এ ঘটনা।
অষ্টম শ্রেনীর ৫২ জন ছাত্রীদের ক্লাসরুমে একটি অংকের সমাধান করতে দিলে হাতে গোনা দু-একজনবাদে আর কেউ সমাধান করতে না পারায় ক্লাসরুমের দরজা-জানালা বন্ধ করে অমানবিকভাবে বেত্রাঘাত করতে থাকেন পাষণ্ড এ শিক্ষক।
এসময়ে ছাত্রীদের চিৎকার শুনে একজন স্টাফ সেখানে ছুটে গেলে তাকে সেখানে ঢুকতে দেননি ওই শিক্ষক।
এর আগেও বিদ্যালয়ে অমানবিক বেত্রাঘাত করার প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন, অত্যন্ত রগচটা, বদরাগী একজন মানুষ হাসান জাহিদ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, তিনি সামান্য বিষয়ে রেগে গিয়ে অনবরত পেটাতে থাকেন ছাত্রছাত্রীদের যা মাত্রাতিরিক্ত।
এদিকে, স্কুল কমিটি থেকে সাময়িক বহিষ্কারের আগে থেকেই স্কুলে পাওয়া যায় নি তাকে,স্কুলে ছুটির দরখাস্ত দিয়ে একরকম পলাতক হিসেবে রয়েছেন তিনি। ফোনে যোগাযোগ করেও পাওয়া যায় নি তাকে।
বিক্ষুব্ধ অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন এছাড়াও তাকে বরখাস্ত করার আবেদন জানায়। অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় তারা এ বিষয়ে থানায় অভিযোগ করার কথা ভাবছেন।