উপজেলাগাবতলী উপজেলা

বগুড়ায় ২০ টাকা কেজি দরে কয়েন বিক্রি!

পৃথিবীর বেশিরভাগ জিনিসই কেনা যায় অর্থ দিয়ে। কিন্তু অর্থ দিয়ে অর্থ ক্রয়ের কথা শুনেছেন কখনও? শুনতে অবিশ্বস্য হলেও এমনই ঘটনা ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এলাকায়।

বুধবার আলমগীর নামের এক যুবক ৪০ টাকা দরে ৫ কেজি বাংলাদেশি কয়েন কিনে নিয়েছেন স্থানীয় এক ফেরিওয়ালার কাছে থেকে।

স্থানীয়রা জানায়, উপজেলার ক্ষিদ্রপেড়ি গ্রামের মোমিন নামের এক ফেরিওয়ালা প্রতিদিনের মতো ফেরি করতে গ্রামে বের হন। মোমিন ভাঙ্গারি মালামাল ক্রয়ের পাশপাশি পুরাতন মুদ্রাও সংগ্রহ করেন। মোমিনের নিকট বেশ কিছু মুদ্রা জমা হয়। সেগুলো তিনি ব্যাগে ভরে বিক্রির উদ্দেশ্যে সদরের অদ্দিরগোলা বাজার এলাকায় যান। সেখানে মুদ্রার ব্যাগ খুলে বাংলাদেশি ২৫ পয়সা, ৫০ পয়সা এবং কিছু এক টাকার কয়েনও পাওয়া যায়। মোমিন মুদ্রাগুলো বিক্রি করতে চাইলে আব্দুর রহিম নামে এক বেকারি মালিক কেজি দরে তা নিতে রাজি হন। পরে তিনি ২০ টাকা দরে ৫ কেজি মুদ্রা ১০০ টাকায় কিনে নেন। পরে শখ করে আব্দুর রহিমের কাছ থেকে মুদ্রাগুলো স্থানীয় তরফমেরু গ্রামের আলমগীর নামের এক বাক্তি ৪০ টাকা দরে ৫ কেজি ২০০ টাকায় কিনে নেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button