বগুড়া সদর উপজেলা

আবরার হত্যার বিচার দাবীতে BOSS পরিবারের মানববন্ধন

বুয়েট শিক্ষার্থী “আবরার ফাহাদ” হত্যার বিচারের দাবীতে আজ বিকাল ৪ টায় বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেন ” বগুড়া অনলাইন সেচ্ছাসেবী সংগঠন ( BOSS ) “।

উক্ত মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক রাসেল মন্ডল সহ, সাহিদুর রহমান, ফিরোজ, মিঠন, আসলাম, জাহিদ, মিজান, সাজু, কানিজ সহ অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত এর আগে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে। ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জের ধরে রোববার রাতে শেরেবাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা।

তবে আবরার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button