বগুড়া সদর উপজেলা

কম খরচে বেশি লাভ হওয়াই বগুড়ায় জনপ্রিয় হয়ে উঠছে পেয়ারা চাষ


আরিফ শেখ ( বগুড়া লাইভ )
বগুড়ায় জনপ্রিয় হয়ে উঠছে পেয়ারা চাষ। কম খরচে বেশি লাভ জনক হওয়াই শিক্ষিত তরুণেরাও ঝুঁকে পড়েছেন পেয়ারা চাষে।

এখন বাংলাদেশে চাষ হচ্ছে যা থাইল্যান্ড থেকে আগত থাই পেয়ারা । বেশি ফলন ও বেশি দামের জন্য এ পেয়ারা এরই মধ্যে দেশের ফল চাষিদের মধ্যে বিপুল আগ্রহ জাগাতে সক্ষম হয়েছে। দেশের অন্যান্য এলাকার সাথেও বগুড়ায় অনেক ফল চাষি থাই পেয়ারা চাষ করে তাদের আর্থিক স্বচ্ছলতা অর্জন করেছেন। থাই পেয়ারার জাতগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জাতটি হলো থাই পেয়ারা-৭ ।

এই বিভাগের অন্য খবর

Back to top button