বগুড়া লাইভ - আপডেট

দেড় হাজার পিস ইয়াবাসহ আসামি রাসেল আকন্দ গ্রেফতার

বগুড়া সদর উপজেলায় দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি রাসেল আকন্দকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাসেল আকন্দ ফুলবাড়ি উত্তরপাড়ার নজরুল আকন্দের ছেলে । সে একাধিক মাদক মামলার আসামি।

এসব তথ্য নিশ্চিত করে সদর থানার এসআই খোরশেদ আলম জানান, একটি মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর আদালত রাসেলকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর সে আত্মগোপনে গিয়েও মাদক ব্যবসা করে আসছিল ।
আজ (শুক্রবার) দুপুরে গোপনে খবর পেয়ে তাকে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়, এবং তার কাছে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া গিয়েছে ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button