জাতীয়প্রয়োজনীয় তথ্যশাজাহানপুর উপজেলাশিক্ষাশিক্ষা প্রতিষ্ঠানস্কুল
ট্রেন্ডিং

সেরা বাংলাবিদ হলেন বগুড়া ক্যান্ট পাবলিকের শাজেদুর রহমান

মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তৃতীয় বর্ষের সেরা বাংলাবিদ হয়েছে বগুড়ার শাজেদুর রহমান।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে এ আয়োজন করে ইস্পাহানি মির্জাপুর। প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত প্রতিযোগীদের নির্ধারণ করা হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী শাজেদুর রহমান জিতে নেয় ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় স্থান অধিকারী ময়মনসিংহের অন্তিকা জান্নাত পেয়েছে ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী বরিশালের অয়ন চক্রবর্তী পেয়েছে ২ লাখ টাকার মেধাবৃত্তি।

এ ছাড়াও প্রথম দশ জন প্রতিযোগীর প্রত্যেকে পেয়েছে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

এই বিভাগের অন্য খবর

Back to top button