গাবতলী উপজেলা

গাবতলীর দূর্গাহাটা গ্রামে মুক্তিযুদ্ধে শহীদ জাবেদ আলী সড়কের নামফলক উদ্বোধন

বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের দূর্গাহাটা গ্রামে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ জাবেদ আলী নামে একটি সড়কের নামফলক উদ্বোধন করা হয়েছে। গত ৪ অক্টোবর সকাল ১১টায় শহীদ জাবেদ আলী সড়কের নামফলক উদ্বোধন করেন দূর্গাহাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন।

শহীদ জাবেদ আলী বগুড়া জেলার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের দূর্গাহাটা গ্রামের শিক্ষক মরহুম আমির উদ্দীন পাইকাড়ের ছেলে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সৈয়দপুরে সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এসময় পাক হানাদারবাহিনী তাকে হত্যা করে তার লাশ গুম করে ফেলে। সেই থেকে তাঁকে আর খুঁজে পায়নি তার পরিবার ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button