শাজাহানপুর উপজেলা

গাড়িদহ-জামাদারপুকুর সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

বগুড়ার তিনটি উপজেলা শেরপুর, শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার সীমানা জুড়ে অবস্থিত গাড়িদহ-জামাদারপুকুর রোডের বেড়াগাড়ী নামক স্থানে বিশাল একটি গর্তের সৃষ্টি হয়েছে।

জামুন্না হাট থেকে খাদাশ হাট পর্যন্ত রাস্তাটি অসম্ভব সুন্দর। রাস্তার দুপাশ জুড়ে বিস্তৃত ধান ক্ষেত আর রাস্তার পারে লাগানো মেহেগুনি গাছগুলোর শীতল ছায়া পথচারীদের ক্লান্তি দূর করে কিন্তু ঠিক রাস্তার মাঝখানের এই গর্তটি যেন ক্যান্সারের মতো।
ধীরে ধীরে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে রাস্তাটিকে নষ্ট করে ফেলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button