
বাংলাদেশ ভারতের ফুটবল লড়াই। ২০২০ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ২য় রাউন্ডে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
খেলাটি সল্ট লেক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৭ টায় অনুষ্ঠিত হবে।
খেলাটি বিটিভি এবং বাংলা টিভি সরাসরি সম্প্রচার করবে।
ফুটবলে বাংলাদেশ ও ভারত অতীতে ২৪ বার মুখোমুখি হয়েছে। এই ২৪ বারের মধ্যে ভারত জিতেছে ১১ টি ম্যাচে। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে ৩ টি ম্যাচে।
বাকি ১০ টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের লড়াইয়ে বাংলাদেশ মোট গোল করছে ১৮ টি এবং গোল খেয়েছে ৩৪ টি। আগামীকালের ম্যাচের আগে ভারত পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।