১৩ দফা দাবী নিয়ে বিসিবি’র সাথে বৈঠক শুরু

আজ সন্ধ্যায় রাজধানীর সিক্স সিজন হোটেলে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা।
টাইগারদের পক্ষে তাদের আইনজীবী মোস্তাফিজুর রহমান কথা বলেন শুরুতে। তিনি পূর্বের ১১ টি দফার সাথে আরো ২টি দফা প্রস্তাব করে ১৩ টি দফা পেশ করেন।
এসময় জাতীয় দলের প্রায় সকল ক্রিকেটাররা উপস্থিত থেকে সহমত পোষণ করেন।
এসময় সাকিব বলেন, ‘বিসিবির সঙ্গে আলোচনায় ক্রিকেটার’রা কখন বসবে, তা নিয়ে নিজেদের মধ্যে আরেকবার আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সেটা খুব দ্রুত।’
‘সিদ্ধান্ত যেহেতু সবাই মিলে নিয়েছি, সেক্ষেত্রে আলোচনায় বসার সিদ্ধান্তও সবাই মিলে নিতে হবে। সেদিন সময় কম থাকায় আমরা ওভাবে গুছিয়ে দাবি উপস্থাপন করতে পারিনি। আর সেজন্য বিষয়টা সুন্দর করে আয়োজনের উদ্দেশ্যেই আমাদের সময় নেওয়া। বিসিবি আমাদের ডেকেছে, আমরা নিজেরাই যোগাযোগ করে আলোচনায় বসবো।’
‘আমরা কেউ কারও থেকে দূরের নই। দুপক্ষ মিলেই কিন্তু বিসিবি। বিসিবির প্রতি ব্যক্তিগত সম্মানের জায়গা আমাদের আগের মতই আছে। ক্রিকেটাররাও খেলতে চায়, সুস্থ থাকতে চায়, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি আজকেই যাবো কিনা। আপনাদের হয়তো আবার ডেকে জানাবো নাহয় যাওয়ার সময় বলে যাবো।’
এরপর ক্রিকেটাররা বিসিবির সাথে বৈঠকে বসার জন্য রাত ৯টার পর রওয়ানা হোন। পরবর্তী আপডেট পেতে বগুড়া লাইভের সাথেই থাকুন।
শেখ শানিম হাসান রুদ্র