অসাম্প্রদায়িক পরিবেশ বিনষ্টের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত

মানিক (বগুড়া সদর): বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে সকল ধর্মের লোক সম্প্রতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে চলছে। কিন্তুু কিছু কু-চক্র মহল দেশে অরাজকতা সৃষ্টি করছে সামাজিক যোগাযোগ ও গুজবের মাধ্যমে। এ জন্য দেশে অসাম্প্রদায়িক শান্তি বিনষ্টের প্রতিবাদে গতকাল বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট,বগুড়া জেলা শাখা।
এখানে বক্তারা বলেন দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাংচুর, সংখ্যালঘুদের মারদাঙ্গা,খুন, নারী ধর্ষণ ও অপহরণকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। মানব বন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ কুমার সরকার,সাংগঠনিক সম্পাদক ডা.সুব্রত ঘোষ,প্রকাশনা সম্পাদক সুমন দাস,মানবাধিকার সম্পাদক সণজয় সরকার,পৌর কমিটির সভাপতি বিপ্লব দাস, হিন্দু পরিষদের জেলা শাখার সভাপতি বিদ্যুৎ দত্ত, সাংগঠনিক সম্পাদক সবুজ রায় প্রমুখ।