খেলাধুলা

দাবী মেনেছে বিসিবি,কাল মাঠে নামবে খেলোয়াড়রা

খেলোয়াড়দের দেয়া ১১ দফা দাবী মেনেছে বিসিবি তবে পরবর্তীতে যোগ করা ২ টি দফা নিয়ে এখনো কথা বলেনি বিসিবি।

গতকাল বিসিবির সাথে ক্রিকেটারদের বৈঠকে ক্রিকেটারদের দাবী-দাওয়া মেনে নেয়া হয়।

দীর্ঘক্ষণ বৈঠকের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের সঙ্গে নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন,

‘আপনাদের মাধ্যমে (গণমাধ্যমকে) খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি তাঁরা আমাদের সাথে বসেছে। ওদের যা দাবি দাওয়া ছিল, আমি কালকেই বলেছিলাম এগুলো আমাদের মানার মতো। প্রথম দাবিটা আমাদের অধীনে না থাকায় এইটা নিয়ে আমরা কিছু বলতে পারছি না। বাকি সব কিছু আমরা দ্রুত খেলোয়াড়দের সঙ্গে নিয়েই কাজ করবো। আমরা প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য কাজ করবো। শনিবার থেকে জাতীয় লিগ আবার চলবে। জাতীয় দলের ভারত সফরের ক্যাম্প ২৫ তারিখ থেকে শুরু হবে।’

তবে সাকিব বলেছেন যদি দাবীগুলো বাস্তবায়ন করা হয় তবেই খুশী হবো।

শেখ শানিম হাসান রুদ্র।

এই বিভাগের অন্য খবর

Back to top button