বগুড়া সদর উপজেলা

বগুড়ায় লঘুচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি

ভারতের অন্ধ্রপ্রদেশে তৎসংলগ্ন এলাকায় একটি স্থল লঘুচাপ অবস্থান করছে, যেটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে।

আজ বৃহস্পতিবার ২৪শে অক্টোবর বগুড়ায় সকাল থেকে থেমে থেমে কোথাও আবার একটানা মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

লঘুচাপটি আগামী শনিবার রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে অতিক্রম করবে৷

লঘুচাপের প্রভাবে উত্তরবঙ্গে রাজশাহী বগুড়া ও রংপুরে হালকা থেকে মাঝাড়ি বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে।

তবে আতংকিত হবার কারণ নেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এসময় বর্জ্রপাত বা ভারী কোনো ঝড়ের আশংকা নেই। শনিবার নাগাদ আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।

শেখ শানিম হাসান রুদ্র।

এই বিভাগের অন্য খবর

Back to top button