বিনোদন

বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতিতে ভোট দিয়েছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস

এম আই নাফিস: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছে বের হয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, বৃষ্টি মাথায় নিয়ে ভোট দিতে এসেছি। কারণ এটা আমাদের প্রাণের সমিতি। ভোট দিতে এসে খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হচ্ছে।

শুক্রবার (২৫ অক্টোবর) ১০টা ১৫ মিনিটে বৃষ্টি মাথায় নিয়ে ভোট দিতে আসেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।
কাকে ভোট দিয়েছেন জানতে চাইলে অপু বলেন, যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি। যারা শিল্পীদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখেন তাদেরই ভোট দিয়েছি। এবারের নির্বাচনে ৪৪৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো নারী প্রার্থী সভাপতি পদে লড়ছেন। তিনি জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এদিকে সভাপতি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর। বর্তমান শিল্পী সমিতির সভাপতিও মিশা সওদাগর। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবং ইলিয়াস কোবরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button