খেলাধুলা

টেস্টে কিপিং ছাড়ছেন মুশফিকুর রহিম

তার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে এসেছে অনেক সাফল্য। তিন ফরম্যাটেই দীর্ঘদিন যাবত কিপিং করে আসছেন বগুড়ার সন্তান মুশফিকুর রহিম।

এযাবৎ ৬৭ টেস্ট ম্যাচে খেলেছেন মুশফিক ৫৫টিতে নিজে কিপিং করেন, তার ক্যারিয়ারে ১০৩ টি ক্যাচ ও ৩১ টি স্ট্যাম্পিং এর রেকর্ড আছে। টেস্টে করেছেন ১৯টি হাফ সেঞ্চুরি ও ৬টি সেঞ্চুরি।

৩২ বছর বয়সী মুশফিক মনে করেন তিনি সব ফরম্যাটে এবং ডোমেস্টিক টি-২০ লীগসহ বিভিন্ন খেলাতে তার উইকেট কিপিং এর পাশাপাশি ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে, বিশেষ করে টেস্ট ফরম্যাটে ব্যাটিংয়ে মনোযোগী হতে কিপিং ছাড়াটা তার জন্য জরুরি।

ন্যাশনাল লীগেও তার দল রাজশাহীর হয়ে কিপিং এ দেখা যায়নি তাকে।

তাই আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই টেস্টে তাকে দেখা যাবে না উইকেটগুলোর পেছনে।

শেখ শানিম হাসান রুদ্র।

এই বিভাগের অন্য খবর

Back to top button