তথ্য ও প্রযুক্তিবগুড়া সদর উপজেলাবিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষা

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী প্রতিযোগিতা ‘বিচ্ছুরণ’ এর নিবন্ধন চলছে

‘বিচ্ছুরণ’ হলো জাতীয় পর্যায়ে আয়োজিত নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা ২০১৯ ।

Power Cell (Ministry of Power, Energy and Mineral Resources) , YOUNG BANGLA and GREEN DELTA INSURANCE এর আয়োজনে নবায়নযোগ্য শক্তির উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতার প্রচারনা চলছে সারাদেশব্যাপী ৫০ টি বিশ্ববিদ্যালয়ে । তন্মধ্যে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া তেও প্রচারনা চলছে, চলছে অনলাইন নিবন্ধন ।

নবায়নযোগ্য শক্তি ব্যাবহারে উদ্ভাবনী আইডিয়ার খোজে ‘বিচ্ছুরণ’ ।
“বিচ্ছুরণ” হলো জাতীয় পর্যায়ে আয়োজিত নবায়নযোগ্য জ্বালানী ও শক্তি সম্পর্কিত উদ্ভাবনী আইডিয়াগুলোকে সার্বিক সহায়তা প্রদান করবার অন্যতম দারুণ সুযোগ।

ইয়াং বাংলা, পাওয়ার সেল (বিদ্যুৎ মন্ত্রণালয়) এবং গ্রিন ডেলটা তরুণদের জন্য নিয়ে আসছে #RenewableEnergy নিয়ে উদ্ভাবনী প্রতিযোগিতা, “বিচ্ছুরণ”। বিশেষত্ব হলো ছাত্রছাত্রীদের টিমে থাকতে পারবেন শিক্ষক কিংবা অভিভাবক তাদের গাইডলাইন দেওয়ার জন্য। সর্বোচ্চ ৩ জন নিয়ে টিম গঠন করতে পারবেন।

বিদ্যুৎ তথা যে কোনো ধরনের শক্তির জন্য যে জ্বালানির প্রয়োজন তা ক্রমশই এ পৃথিবী থেকে ফুরিয়ে যাচ্ছে । ভূপৃষ্ঠের জীবাশ্ন মজুদ জ্বালানি এখন প্রায় শেষের দিকে । এ জন্য বিশ্বব্যাপী এখন নবায়নযোগ্য শক্তির খোজ চলছে । Sustainable Development Goals (SDG) এর অন্যতম লক্ষ্য হলো রিনিউয়েবল এনারজি এর নিশ্চিতকরণ করা । তাই বাংলাদেশ সরকার তরুণদের কাছে থেকে নবায়নযোগ্য শক্তির আইডিয়া খুঁজছে ।

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ইয়াং বাংলা, গ্রীণ ডেলটা ইন্স্যুরেন্স ও পাওয়ার সেল আয়োজিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার প্রচারণা চালিয়েছেন ইয়াং বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডর –
১। গোলাম ক্বাদেমুল এহ্সান
২। মোছাঃ হুমায়েরা কবির ঐশী

আইডিয়া জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০১৯ ।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারেন এই লিঙ্কে
https://youngbangla.org/bichchuron-2019/

‘বিচ্ছুরণ’ এর ফেইজবুক পেইজ – https://www.facebook.com/ybbicchuron/
বিস্তারিত জানতে মেসেজ করতে পারেন Pundra University Science Club এর ফেইসবুক পেইজে – https://www.facebook.com/pub.scienceclub/

এম. জাকারিয়া হোসাইন

এই বিভাগের অন্য খবর

Back to top button