বগুড়া সদর উপজেলাশিক্ষা প্রতিষ্ঠানস্কুল
স্কুল মাঠে ‘BZS 20’ লিখে একতার সাক্ষ্য রাখলো বিদায়ী শিক্ষার্থীরা
মাহফুজ আহমেদ ইমনঃ ৭ বছর ৮ মাস ২৪ দিন আগে আরম্ভ হওয়া এক যাত্রার অবসান হয় গত মাসের ২৬ তারিখ। “একতাই উত্থান, বিভেদে পতন” শ্লোগান নিয়ে যাত্রা শেষ করেছিল ‘বগুড়া জিলা স্কুল’ এর ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীরা । তাদের যাত্রাটি মোটেও খারপ ছিল না। তাদের এই বর্ণিল যাত্রায় সঙ্গে ছিল তাদের শ্রদ্ধে়য় শিক্ষকগণ। তবে তাদের এক স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছিল ২৬ তারিখে। তাদের সেই স্বপ্ন পূরণ হলো আজ। আজ স্কুলের নির্বাচনী পরীক্ষা শেষে সবাই মিলে স্কুল মাঠে ‘BZS 20’ লিখে তারা তাদের একতার স্বাক্ষর রাখলো আরও একবার যেমনটি তারা রেখে আসছে।
বগুড়া লাইভ এর পক্ষ থেকে তাদের প্রতি রইল শুভকামনা।
ছবিঃ রিয়ান