আইসিসির সিন্ধান্তে তেমন কিছু করণীয় নেই: গণভবনে প্রধানমন্ত্রী
সাকিবের পাশে থাকবে বিসিবি তবে আইসিসির সিদ্ধান্তের বাহিরে তেমন কিছু করার নেই,গণভবনে প্রধানমন্ত্রী
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ভারত সফরের দল ঘোষণা হবে আজই অথচ তিনি থাকবেন কি-না সেটিই এখনো নিশ্চিত করা হয়নি বোর্ড থেকে।
গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন গুলশানে বোর্ড সভাপতির বাড়ির সামনে, মিরপুরে শের-এ-বাংলা স্টেডিয়ামে এবং সাকিব আল হাসানের বাসার সামনে।
ওদিকে ভারত সফরের জন্য আজ মঙ্গলবারই দল ঘোষণার কথা রয়েছে যেখানে সাকিব আল হাসান থাকছেন কি না তাও চূড়ান্ত ভাবে জানা যাবে দল ঘোষণার পর।
সম্প্রতি ক্রিকেটারদের আন্দোলনে নেতৃত্ব দেয়ার পর থেকেই আলোচনায় আছেন ক্রিকাটার সাকিব আল হাসান।
এরপর ভারত সফরের জন্য জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দেননি তিনি।
পাশাপাশি ক্রিকেটারদের ধর্মঘট চলাকালে একটি টেলিকম কোম্পানির সাথে চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি নিজেই।
এর মধ্যে সাকিব আল হাসানকে নিয়ে কয়েকটি প্রতিবেদনে এসেছে যে, দুই বছর আগে সাকিবকে একটি ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়া হয় যা সাকিব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডে জানাননি।
এটাও শোনা যাচ্ছে যে, সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ১৮ মাসের নিষেধাজ্ঞা দিতে পারে।