
ফুটবলের উচ্ছ্বাস সবার মধ্যে ছড়িয়ে দিতে গত বছরের মত এবারও আয়োজন করা হয়েছিলো ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’। সারাদেশের ২৭২টির বেশি স্কুলের অংশগ্রহণ করেন এখানে। এতে পার্টনার হিসেবে ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর স্পন্সর হিসেবে ছিলো স্মার্টফোন ব্রান্ড টেকনো।

আজ বুধবার বিকালে ঢাকার আর্মি স্টেডিয়ামে ফাইনাল খেলায় রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া, ময়মনসিংহ বিভাগের চ্যাম্পিয়ন গোপালপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে ৬-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। বগুড়া লাইভের পক্ষ থেকে তাদের প্রতি রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা ৷
ক্লিয়ার ম্যান অনূর্ধ্ব-১৭ ফূটবল থেকে ৩৬ ফুটবলার বাছাই করছে বাফুফে। এখান থেকে সেরা ছয় ফুটবলারকে ম্যান সিটিতে পাঠানো হবে। ফুটবলার বাছাই করছেন বাফুফের দুই কোচ মাহবুব পোলো ও আনোয়ার পারভেজ।