শিবগঞ্জ উপজেলা
শিবগঞ্জে রাইচ মিল কালো ধোঁয়ায় নষ্ট হয়ে যাচ্ছে ধানী জমি
বগুড়ার শিবগঞ্জের বেতগাড়ী গ্রামের রুমা রাইচ মিল বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হয়ে যাচ্ছে বসতবাড়ি গাছ পালা ও শত বিঘা ধানী জমি। নজর নেই রাইচ মিল কতৃপক্ষের। এই নিয়ে গ্রামের কৃষকরা অনেক বার কথা বলেছেন তাদের সাথে, কিন্তু তারা প্রতিবারই বলেছেন ধোঁয়া বের হওয়ার চিমনি মেরামত করা হবে। তার পরে এর সমস্যা থাকবে না।
কিন্তু এখন প্রর্যন্ত তার কোন সুফল পায়নি সাধারণ কৃষক।
পরবর্তী সময়ে কৃষকরা আলু চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অনেকে বলেছেন চাষাবাদ বন্ধ করে দিবেন তারা। যতদিন না রাইচ মিল কতৃপক্ষ কোন সঠিক ব্যবস্থা না নিচ্ছেন এবং ধোঁয়ায় চিমনি মেরামত না করছেন।