মেডিকেল কলেজশিক্ষা

মেডিকেল কলেজ হাসপাতাল র‍্যাংকিং এ শজিমেক হাসপাতাল

মেডিকেল কলেজ হাসপাতালের র‍্যাংকিং এ তালিকার শীর্ষে অবস্থান করছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক র‍্যাংকিং এ সর্বোচ্চ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এসেছে শজিমেকহা। ২য় অবস্থানে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩য় স্থানে রয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

যেভাবে করা হয় এই Ranking-
মোট ৪৩ টি সূচকের ভিত্তিতে টোটাল ৩০০ নাম্বারের উপর এই র্র‍্যাংকিং করা হয়। এই ৪৩ টা সূচকের উপর একটি ডাটা বোর্ড থাকে যা প্রতিটি প্রতিষ্ঠানের আপডেট করতে হয়। প্রধান যেসকল সূচক রয়েছে তার মধ্যে আছে-

*মা ও নবজাতক মৃত্যু হার,
*সংক্রামক ও অসংক্রামক বিভিন্ন রোগে আক্রান্ত রোগী মৃত্যু হার,
*ডাক্তার ও নার্সের পর্যাপ্ততা,
*প্রয়োজনীয় সেবার পরিধি,
*সার্বজনীন সেবার পরিধি,
*সেবা কার্যক্রমের গুনগত মান ও নিরাপত্তা,সেবা সংক্রান্ত *সরঞ্জামাদির সরবরাহ ও প্রতুলতা,
*প্রয়োজনীয় ঔষধের প্রাপ্যতা,
*মৌলিক চিকিৎসা শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মান উন্নয়ন,
*আন্তর্জাতিক স্বাস্থ্য-নীতি অনুসরণের সক্ষমতা,
*জরুরী স্বাস্থ্যসেবা প্রদানের তৎপরতা ইত্যাদি।

তবে কোন প্রতিষ্ঠান যদি কম তথ্য বা কোন তথ্যই আপডেট না করে তবে তার প্রভাব এটাতে পরবে না।কারন অনসাইট মনিটরিং থাকে এবং ফিজিক্যাল ভিজিট করা হয়ে থাকে। এর ভিত্তিতে ভেরিফাইড তথ্য ওই প্রতিষ্ঠানের ডাটা বোর্ডে অনুলিখিত হয়। আর কোন প্রতিষ্ঠান যদি ভুল তথ্যও দেয় তাতেও এতে কোন প্রভাব পরবে না কারন তবে সব ডাটার ভেরিফিকেশন হয় ফিজিক্যাল ভিজিটের মাধ্যমে।
টোটাল যে ৩০০ নাম্বার তার ৪০% নেয়া হয় ফেসিলিটি+অনসাইট মনিটরিং থেকে যার সর্বোচ্চ মার্কিং নাম্বার ১০০ ৪০% নাম্বার নেয়া হয় ফিজিক্যাল এসেসমেন্ট থেকে যার সর্বোচ্চ মার্কিং নাম্বার ১০০
২০% নেয়া হয় পেসেন্ট স্যাটিসফেকশন সার্ভে থেকে – সর্বোচ্চ মার্কিং নাম্বার ১০০।

সরকারী ওয়েবসাইট রিয়াল টাইম হেল্থ ইনফরমেশন সাইটে প্রকাশ করেছে ২০১৯ সালের সেরা মেডিকেল কলেজ হাসপাতাল গুলো। ওয়েব লিংক http://dashboard.dghs.gov.bd/webportal/pages/hss_menu_facility.php?facilitytype_id=5&division_id=&district_id=

সূত্র
Varsity Voice

এই বিভাগের অন্য খবর

Back to top button