বগুড়ায় চুরি হওয়া নবজাতক শিশু ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার

হারুন-উর-রশিদঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির ঘটনা ঘটে গত ১৩ নভেম্বর।
এমন অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানা পুলিশ চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের জন্য মাঠে নামে।
পরবর্তীতে চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এসময় একজন কে গ্রেফতার করতেও সক্ষম হন তারা।
গ্রেফতারকৃত মহিলা শাহজাহানপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সাত্তার মন্ডলের মেয়ে রেশমা খাতুন (৩৫)
হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামের সৌরভ মিয়ার সন্তানসম্ভবা স্ত্রী নাহিদা বেগমকে (২০) জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার গাইনী ওয়ার্ডে ভর্তি করানো হয়।
বুধবার দুপুরে তাকে তৃতীয় তলায় অপারেশন থিয়েটারে নেওয়া হলে সেখান থেকে তার নবজাতক চুরির অভিযোগ ওঠে।
এ বিষয়ে বগুড়া সদর থানা ওসি সার্কেল এস. এম. বদিউজ্জামান জানান, প্রিয় সন্তান উদ্ধার হওয়ার খবর শুনে শিশুটির মা তাকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে।
পরে তাকে সদর থানায় নিয়ে আসা হয়। সেখানেই বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা শিশুটিকে তার বাবার হাতে হস্তান্তর করেন এবং হত দরিদ্র পরিবারকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা দেন।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন শিশু চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামানো হয়।
রেশমা কেনো শিশুটিকে চুরি করলো সেটি আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।