বগুড়া সদর উপজেলাশিক্ষা

কাল থেকে শুরু হচ্ছে ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

১৭ নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

হারুন-উর-রশিদঃ একাদশ বারের মত সারাদেশে একযোগে শুরু হচ্ছে ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা । আগামীকাল ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রতিবারের ন্যায় এবারও পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য থাকবে অতিরিক্ত ৩০ মিনিট এমন টায় জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ছাত্র আর ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন ছাত্রী রয়েছে। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৫০ হাজার ৩৭১জন।

এদিকে বগুড়া সদরে মোট ২০ টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী ও প্রাথমিক ইবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্র গুলো হলো-
১।ফাঁপোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
২।সাবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩।নুনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪।এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫।চকহবিবের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৬।পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭।ভান্ডারপাইকার সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮।গোকুল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯।হাজরাদিঘী স্কুল এন্ড কলেজ
১০।ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
১১।নামুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়
১২।সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৩।নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৪।আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ
১৫।বগুড়া জিলা স্কুল
১৬।ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
১৭।পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৮।মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৯।নারুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
২০।চকসূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার মোট ৮ হাজার ৩২১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে,এরমধ্যে ৩ হাজার ৯৬২ জন ছাত্র এবং ৪ হাজার ৩৫৯ জন ছাত্রী।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্র সংখ্যা ৬২৪ জন এবং ছাত্রী সংখ্যা ৫৬০ জন।

পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বাহিনী সজাগ থাকবে বলে জানান বগুড়া সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম।

এই বিভাগের অন্য খবর

Back to top button