বগুড়ার হৃদয়ের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ যুবাদের
আকাশ(বগুড়া সদর): তৌহিদ হৃদয়ের অনবদ্য ব্যাটিং আটকাতে পারল না শ্রীলঙ্কান যুবারা। পর পর দুটি সেঞ্চুরিতে এই মিডল অর্ডার ব্যাটসম্যান গড়লেন দেশের হয়ে যুব ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। তার সঙ্গে অধিনায়ক আকবর আলীর অপরাজিত অর্ধ শতকে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।
যুব ওয়ানডে সিরিজের ৪র্থ ম্যাচে শ্রীলঙ্কার যুবাদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। ৫ ম্যাচ সিরিজে ৩-০ তে এগিয়ে গেল যুবারা। ১ম ম্যাচ ভেসে গিয়েছিলো বৃষ্টিতে।
গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভার ব্যাট করতে নেমে শ্রীলঙ্কান যুবারা তোলে ২৬০ রান। ১৬ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ৯ চার ও ৩ ছক্কায় ১২০ বলে ১১৫ রানের ইনিংস খেলেন হৃদয়। যুব ওয়ানডেতে এটি তার ৪র্থ সেঞ্চুরি। আগের ম্যাচে অপরাজিত ১২৩ রান করে যুবা ওয়ানডেতে সেঞ্চরির রেকর্ডে এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়ের পাশে বসেছিলেন হৃদয়। একই সিরিজের ২য় ম্যাচে করেছিলেন অপরাজিত ৮২ রান। চ্যালেঞ্জিং লক্ষ্যে বাংলাদেশের যুবাদের শুরুটা হালকা নড়বড়ে হয়। ৩৭ রানে হারায় ২ উইকেট, তখন ক্রিজে নামেন হৃদয়। ওপেনার তানজিন হাসান তামিম বিদায় নেন দলীয় ৬৯ রানে। ৪র্থ উইকেটে শাহাদাত হোসেনকে নিয়ে ৬২ রানের জুটি গড়ে দলের পরিস্থিতি সামাল দেন হৃদয়। শাহাদত সাজ ঘরে ফিরলে ৫ম উইকেটে অধিনায়ক আকবর আলীর সঙ্গে গড়েন ১১০ রানের ম্যাচজয়ী জুটি। হৃদয় আউট হলে তখন জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২০ রান। সিরিজে এবারই প্রথম আউট হলেন হৃদয়। সিরিজে ৩ ম্যাচ খেলে তার মোট রান সংখ্যা ৩২০। অপরাজিত ৬৬ রানের পথে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক আকবর আলী।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ ওভারে রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা করেন সফরকারী শ্রীলঙ্কান যুবারা। পরপর দুই বলে দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ম্যাচে ফেরান ১৭ বছর বয়সী পেসার তানজিম হাসান সাকিব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। তাদের ইনিংসে ফিফটি নেই একটিও। তবে সবার ছোট ছোট ইনিংসে আড়াইশ ছাড়ায় শ্রীলঙ্কান যুবারা। ৫২ বলে সর্বোচ্চ ৪৩ রানে অপরাজিত থাকেন গামাগে দিনুশা। ৫৪ রানে ৩ উইকেট নেন তানজিম। শ্রীলঙ্কার দুজন হন রান আউট। একই মাঠে আগামী মঙ্গলবার হবে সিরিজের শেষ ম্যাচটি।