খেলাধুলা

মাত্র ৬ রানে মালদ্বীপকে অলআউট করলো বাংলাদেশের নারীরা

বগুড়া লাইভ ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৬ রানেই অলআউট মালদ্বীপ নারী ক্রিকেট দল। নারী ক্রিকেটে এর আগেদক্ষিণ আফ্রিকার দেশ রোয়ান্ডার বিপক্ষে চলতি বছরের জুনে ৯ ওভারে মাত্র ৬ রানে অলআউট হয়েছিল পশ্চিম আফ্রিকার দেশ মালি। জবাবে ৪ বল খেলে জয় নিশ্চিত করে রোয়ান্ডা।

বৃহস্পতিবার নেপালের পোখারা রাঙ্গসালা স্টেডিয়ামে চলমান সাউথ এশিয়ান গেমসের ম্যাচে মালদ্বীপ এর টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল ৷ নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ প্রমিলা দল ২উইকেটের বিনিময় ২৫৫ রানের দুর্দান্ত এক সংগ্রহ করেন ৷ বাংলাদেশের পক্ষে নিগার সুলতানা এবং ফারজানা হক দুজনই শতক তুলে নেন ৷

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপদে পরে মালদ্বীপ, বাংলাদেশের বোলার রিতু মনি প্রথম ওভারেই ৩ উইকেট তুলে নেন ৷ এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় বলে উইকেট পেলেও হ্যাটট্রিকের মুখ দেখেননি তিনি। এরপর নিজের দ্বিতীয় ওভারেও আরও ২টি উইকেটের দেখা পান রিতু। পরের ওভারে অধিনায়ক সালমা খাতুন নেন আরও ২ উইকেট। ৩ রান তুলতেই মালদ্বীপ ততক্ষণে ৬ উইকেট হারিয়েছে। আর ৩ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় দলটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button