জাতীয়বগুড়া সদর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়া জেলা আওয়ামীলীগের নেতৃত্বে সভাপতি মজনু, সাধারণ সম্পাদক রিপু

বগুড়া লাইভ ডেস্কঃ বগুড়ায় আওয়ামী লীগের জেলা কমিটির নতুন সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাগেবুল আহসান রিপু।

৭ই ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত সম্মেলনের ২য় অধিবেশনে দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম তাদের নাম ঘোষণা করেন। বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলনস্থলে তিনি অন্যান্য আরও তিনটি পদে পাঁচজনের নাম ঘোষণা করেন।

তিনটি পদের ঘোষণাকৃত পাঁচজন হলেন- সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায় ও আসাদুর রহমান দুলু এবং অর্থ সম্পাদক মাসুদুর রহমান মিলন।

আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উদ্বোধন হয় সম্মেলনের। উক্ত সম্মেলনের উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

দ্বিতীয় অধিবেশনের সভাপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন, তাদের সাথে গতকাল শুক্রবার রাতে কথা বলে দলের সার্বিক পরিস্থিতি আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানানো হয়। পরে তিনিই যোগ্যদের মধ্যে থেকে নতুন নেতৃত্ব বেছে নেন।

কমিটি ঘোষণার পরে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে আহ্বান জানান।

উক্ত সম্মেলনের প্রধান বক্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।



বগুড়া জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে উক্ত সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু ও মেরিনা জাহান।

উক্ত সম্মেলন সঞ্চালনা করেন জেলা আ’লীগের বিলুপ্ত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। উক্ত সম্মেলনে ৫১৫ জন কাউন্সিলর ছাড়াও প্রায় ২০ হাজারের মত ডেলিগেট উপস্থিত ছিলেন।

সভাপতি মজিবর রহমান মজনু সদ্যবিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সহ-সভাপতি টি জামান নিকেতা ছিলেন বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

যে তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে তাদের মধ্যে একজন ওই একই পদে বহাল রয়েছেন, তিনি হলেন মঞ্জুরুল আলম মোহন। এই পদে মনোনীত অপর দুইজনের একজন সাগর কুমার রায় ছিলেন বিলুপ্ত কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আসাদুর রহমান দুলু ছিলেন সাংগঠনিক সম্পাদক।

তবে অর্থ সম্পাদক মাসুদুর রহমান মিলন বিলুপ্ত কমিটির কোনো সদস্য ছিলেন না। তিনি বগুড়া জেলা আ’লীগের প্রায়ত সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের ছেলে এবং বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি।

এই বিভাগের অন্য খবর

Back to top button