মাত্র ২ রানে হারিয়ে সোনা জিতলো বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: দক্ষিন এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে লঙ্কানদের রোমান্চকর ২ রানে হারিয়ে সোনা জিতলো বাংলাদেশের মেয়েরা ৷উমাথা থিমাশিনির একই ওভারে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে বাংলাদেশ, পরে নিগার সুলতানার ২৯ সানজিদার ১৫ এবং মুর্শিদার১৪ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯১ রান করে ৷
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৪ টি উইকেট শিকার করেন উমাথা থিমাশিনি ৷ জবাবে ব্যাট করকে নেমে প্রথম থেকেই লঙ্কান ব্যাটিংদের চাপে রাখেন বাংলাদেশি বোলাররা ৷প্রথম ৬ ওভার শেষে লঙ্কান নারীদের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটের বিনিময় ১৫ রান ৷
এমন সময় বাংলাদেশের জন্য হুমকি হয়ে ক্রিজে দাড়ায় লঙ্কান ব্যাটসম্যান হারশিথা মাধবী ৷ দলীয় ৫৩ রানে তিনি সাজঘড়ে ফেরার আগে তার ঝুলিতে পরে ৩৩ বলে ৩২ রান ৷সর্বশেষ ৮৯ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস ৷লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে মাধবী এবং আফসারা ও সান্দামিনি করেন যথাক্রমে ২৫ ও ১০ রান ৷ বাংলাদেশের পক্ষে নাহিদা ২ টি সালমা ১ টি এবং সালমা ১ টি করে উইকেট শিকার করেন ৷
এমআর/বগুড়া লাইভ