নন্দীগ্রাম উপজেলা

নন্দীগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নন্দীগ্রাম মানবাধিকার কমিশন কতৃক আয়োজনে মানবাধিকার দিবসটি পালন করা হয়েছে।

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার পর থেকে প্রতিবছর এইদিন ‘বিশ্ব মানবাধিকার দিবস’ হিসেবে পালিত হয়।

দিবসটি উপলক্ষে নন্দীগ্রাম মানবাধিকার কার্যালয় থেকে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম মানবাধিকার কমিশনের সভাপতি বদরুদ্দোজা তৌফিকের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনি আখতার বানু,নন্দীগ্রাম মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক, প্রভাষক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মতিন।

প্রধান অথিতি তার বক্তব্যে বাংলাদেশসহ বিশ্বের সব মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দিবসটির সার্বিক সাফল্য কামনা করেন।
আরও বলেন, রাষ্ট্রের পাশাপাশি মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও মানবাধিকার সমুন্নত রাখা সকলের দায়িত্ব। আমি আশা করি, মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button