নন্দীগ্রাম উপজেলা

বগুড়ার নন্দীগ্রামে মাঠ থেকে মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাঠ থেকে আব্দুর রহিম নামের (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত আব্দুর রহিম একই উপজেলার মৃত মকবুল হোসেনের ছেলে।

আজ দুপুরে নন্দীগ্রাম উপজেলার চন্ডিপুর গ্রামের মাঠ থেকে মরদেহ উদ্ধার কর হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

জানা যায়, নিহত আব্দুর রহিম একই উপজেলার পদ্মপুকুর গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়িতে গিয়াস উদ্দিন গেদা পাগলার মাজারে খুব বেশি যাতায়াত করতেন।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবীর জানান, ঘটনার সত্যতা উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৫ জন পীরের মুরিদকে আটক করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button