বগুড়ার মাটিডালিতে ময়লা আবর্জনার কবলে করতোয়া নদী

আরিফ শেখ(বগুড়া সদর): নদীমাতৃক বাংলাদেশে পদ্মা,মেঘনা,যমুনা,কর্ণফুলী,করতোয়া ইত্যাদি অনেক বড় বড় নদীর নাম ইতিহাসের পাতায় রচিত।
আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য করতোয়া নদী প্রবাহিত হয়েছে বগুড়া জেলার মহাস্থানগড়-মাটিডালি শহরের বুক চিড়ে।
নদীর নাব্যতা ভাল অবস্থানে থাকলেও ময়লা আবর্জনাতে হারাতে বসেছে নদীর দৃশ্যপট।
সরেজমিনে দেখা যায় বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমানমোড়ের ২য় বাইপাস সেতুর পাশে বিভিন্ন রেস্টুরেন্ট,ব্যবসায় প্রতিষ্ঠান ও বসত বাড়ির উচ্ছিষ্ট ময়লা-আবর্জনা ফেলে দেওয়া হয়।ময়লা আবর্জনার দূর্গন্ধে অতিষ্ঠ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ জনসাধারন।
ফলে দূর্বিষহ ভোগান্তির শিকার হচ্ছে সদর উপজেলার সাধারণ মানুষ।
মাটিডালী-বনানী ২য় বাইপাস যোগাযোগের সেতুর নিচে ময়লার স্তুপ করে রাখার কারণে আশে পাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
পথচারী এনামুল হক জানান, সেতুর পাশেই এমন দুর্গন্ধ ময়লা আবর্জনা ফেলার কারনে হাঁটাচলা করতে পারিনা। দুর্গন্ধে স্কুল কলেজে পড়া শিক্ষার্থীরা চলাচল করতে পারেনা।
পাশাপাশি ময়লার স্তুপের কারণে করতোয়া নদীর পানিও নষ্ট হয়ে যাচ্ছে। করতোয়া নদী দূষণ রক্ষা ও রাস্তার পাশে ময়লা আবর্জনা না ফেলে মানুষের চলাফেরা নির্বিঘ্ন ও নদীর নাব্যতা বজায় রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানায় সাধারণ মানুষ।