ধুনট উপজেলা

বগুড়ার ধুনটে ৯০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক

ধুনট প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ৯০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতী গ্রামের মৃত. আবুল হোসেন শেখের ছেলে নুরুল ইসলাম ওরফে ফটু (৬২) ও পীরহাটি গ্রামের মৃত. ইন্তেজার আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে সাধু (৫৮)। শনিবার রাতে শ্যামগাতী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন সঙ্গীয় ফোর্স এএসআই আব্দুস সালাম ও রতন কুমার বর্মনকে সঙ্গে নিয়ে উপজেলার শ্যামগাতী গ্রামে মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ওরফে ফটুর বাড়ীতে অভিযান চালিতে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।

এসময় নুরুল ইসলাম ফটুর কাছ থেকে ৮৫ পিচ ও নুরুল ইসলাম সাধুর কাছ থেকে ৫ পিচ ইয়াবা জব্দ করা হয়।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, নুরুল ইসলাম ফটু ও নুরুল ইসলাম সাধু তারা এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। তাদেরকে আটক করার জন্য অভিযান অব্যাহত ছিলো।

শনিবার রাতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button