বগুড়ার ধুনটে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

ধুনট প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে আজ ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমেই সূচনা হয় আজকের বিজয় দিবসের কর্মসূচি।
উক্ত শ্রদ্ধাঞ্জলি পর্বে উপস্থিত হয়েছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিন্নাহ, ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণসহসাংবাদিক বাবু, ইমরান, ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক ইমন,ধুনট উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আব্দুল হাই খোকন, সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, ভাইস চেয়ারম্যান জনাব মহসিন আলম, ধুনট উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জাকারিয়া খন্দকার, উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকর্মী খোকন মাহমুদ, উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক সাকিব, পৌর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ইবুসহ আরও অনেকেই।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ধুনট-শেরপুরের নির্বাচিত মাননীয় এমপি জনাব আলহাজ্ব হাবিবুর রহমান, বগুড়া -৫ ।সকালসকাল ৭:৩০ মিনিটে ধুনট গনকবরে মোনাজাত করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়াও আজ ধুনট ডিগ্রী কলেজে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয় নানা ধরনের প্রদর্শনী।প্যারেড, র্যালী, কুচকাওয়াজসহ নানা রকম সাঁজে বর্ণিল রুপ ধারণ করে কলেজ প্রাঙ্গণ।লাল সবুজে ছেঁয়ে যায় পুরো মাঠ। অনুষ্ঠানে অংশগ্রহণ করে জালশুকা হাবিবুর রহমান কলেজ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ, ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ধুনটের বেশ কয়েকটি নামকরা হাইস্কুল, কলেজ ও মাদ্রাসা।

সারাদিন ব্যাপী আয়োজন করা হয় নানা ধরনের খেলা ধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ, গানসহ আরও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম। দুপুরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ধুনট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার ও স্মার্ট কার্ড।সন্ধ্যায় ধুনট জিরো পয়েন্টে শুরু হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ।