বগুড়া সদর উপজেলা

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে বগুড়ায় বিজয় দিবস পালিত

সকাল সাড়ে ৮টায় বগুড়া শহীদ চাঁন্দু ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

বগুড়া সদর প্রতিনিধিঃ বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে বগুড়ায় বিজয় দিবস পালিত। বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া। পরে জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

এরপর সকাল সাড়ে ৮টায় বগুড়া শহীদ চাঁন্দু ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।

পরে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা শারিরীক কসরত ও মনমুগ্ধোকর ডিসপ্লে প্রদর্শন করে এবং বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।

ফিচার ছবিঃ সজল শেখ

এই বিভাগের অন্য খবর

Back to top button