বগুড়া সদর উপজেলা

বগুড়ায় শীতের তীব্রতা বৃদ্ধি,সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ডিগ্রি সেলসিয়াস

বৃহস্পতিবার ভোরে বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

দুদিন ধরে বগুড়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঠাণ্ডার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় পড়েছে প্রভাব। কুয়াশা না থাকলেও বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি। হাড় কাঁপানো শীত এড়াতে গরম কাপড় পরে বের হয়েছেন কর্মজীবীরা।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। একটু উষ্ণতার সন্ধানে ভিড় বেড়েছে চায়ের দোকানের মোরে মোরে।

বগুড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো কমতে পারে বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button