পরিবহন

সিরাজগঞ্জে সেতু দেবে ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী ব্রিজ দেবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে বুধবার সন্ধ্যা থেকে ওই রুটে যান চলাচল বন্ধ করা হয়। এ কারণে উত্তরাঞ্চলের ৯ জেলা বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঢাকার মধ্যে যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।

জানা যায়, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরখানেক আগে এর সংলগ্ন স্থানে আরেকটি নতুন ব্রিজের কাজ শুরু করা হয়। তবে সেটি এখনও সম্পন্ন না হওয়ায় বারবার মেরামত করে চালু রাখা পুরনো এই ব্রিজটি চাপ সহ্য করতে না পেরে বুধবার বিকালে দেবে যায়।

এদিকে চার লেনের কাজ চলায় মহাসড়কটি খোঁড়াখুঁড়ির কাজ ও নতুন সেতু নির্মাণের আগে বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীসাধারণ চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button