উপজেলাবগুড়া সদর উপজেলা
বগুড়ায় র্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
বগুড়ায় র্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১ টার সময় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- শহরের নাটাই পাড়া এলাকার মাসুম হাওলাদারের ছেলে আল-আমিন (৪২) ও সদর উপজেলার সাবগ্রাম আকাশতারা এলাকার দুলাল মিয়ার ছেলে মিজানুর রহমান (১৯)।
এ সময় তাদের কাছ থেকে ৪ বোতল মদ, ৪ ক্যান বিয়ার, ৩টি সিমসহ দুটি মোবাইল ফোন এবং নগদ তিন হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। র্যাব-১২ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী এ প্রতিবেদক-কে বলেন, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন মাদকদ্রব্য মদ ও বিয়ার বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানা দায়ের হয়েছে।