বগুড়া সদর উপজেলা

বগুড়ায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সভা অনুষ্ঠিত

রবিবার বেলা ১২ ঘটিকায় ভবের বাজার নিজস্ব ভবন, বগুড়া কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের সামনে আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে ১২ তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান। সমাবেশ স্থলে প্রায় পাঁচ সহস্রাধিক শ্রমিকের উপস্থিতি লক্ষ করা যায় এবং বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর পূর্ণ আস্থা রাখে শ্রমিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডল, জেলা মোটর মালিক গ্রপের সভাপতি আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল।

এই বিভাগের অন্য খবর

Back to top button